বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) প্রেসিডেন্ট প্রার্থী অনুরা কুমারা দিসানায়েকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন রোববার চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কসবাদী এই নেতাকে। আগামীকাল প্রেসিডেন্ট সচিবালয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন শ্রীলঙ্কার প্রথম মার্কসবাদী কোনো নেতা।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২২টি নির্বাচনী জেলার মধ্যে সাতটির ঘোষিত ফলাফল অনুসারে, অনুড়া কুমার দিসানায়েকে ৫৬ শতাংশ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাসা এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ ১৯ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে আছেন।
২২টি নির্বাচনী জেলার মধ্যে সাতটির ঘোষিত ফলাফল অনুসারে, অনুড়া কুমার দিসানায়েকে ৫৬ শতাংশ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাসা এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ ১৯ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে আছেন।