শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
রাজনীতি যদি শিল্প হয় সেই শিল্পের সুনিপুন কারিগর দিপু ভাইঃএডঃ হুমায়ুন দিপু ভুইয়াকে গুলজার খানের ফুলের শুভেচ্ছা ক্যাসিনো সেলিমকে গ্রেফতারের দাবীতে রুপগঞ্জে বিক্ষোভ সমাবেশ ক্যাসিনো ডন সেলিম কে গ্রেফতারের দাবীতে উত্তাল রুপগঞ্জ রুপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিলে সন্ত্রাসীদের হামলা,গুলি রুপগঞ্জে যুবদলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালিত দিপু ভুইয়ার নির্দেশনায় রুপগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী মিছিল সমাবেশ গোপনে যে কাজ করে যাচ্ছেন তারেক রহমান বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, ঘূর্ণিঝড় ও বন্যার আশঙ্কা রুপগঞ্জবাসী দিপু ভুইয়াকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়

অভিনেত্রী বাঁধনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

রিপোর্টারের নাম / ৫৯২ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

ছাত্র আন্দোলনে তারকাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আওয়ামী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। এই আন্দোলনে দেশের বাইরে থেকে বড় ভূমিকা রেখেছিলেন আলোচিত পিনাকী ভট্টাচার্য।

এবার বাঁধনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিলেন পিনাকী ভট্টাচার্য।

সম্প্রতি তিনি লিখেছেন, আজমেরী হক বাঁধনের ওপরে আওয়ামী মহল মহা বিলা। ওরে নিয়া যা খুশি তাই কইতেছে। কারণ বাঁধন পক্ষ ত্যাগ করছে। বাঁধন নৌকার লোক বলে বিজ্ঞাপন করছিল। আমি আমার ভিডিওতে সেইটা দেখায়ে ওরে গালমন্দও করছিলাম। বলছিলাম ইন্ডিয়াত গিয়া সিনেমা করো। বাংলাদেশে ঠাঁই হবে না।

পিনাকী ভট্টাচার্য আরও লিখেছেন, জুলাই-আগস্ট বিপ্লবের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে বাঁধন রাস্তায় আইস্যা দাঁড়াইছিল। গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হইছিল। ওই মুহূর্তেই বাঁধন মহৎ হইয়া ওঠে। বাঁধনের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল। বিপ্লব সফল না হইলে বাঁধনকে পরিণতি ভোগ করতে হইতো। সে দ্বিধা করে নাই জনতার পক্ষে দাঁড়াইতে।

তিনি লিখেছেন, আওয়ামী সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হইছিল জন্যই হাসিনাকে পলাইতে হইছে। এই জন্যই ডাবল বিলা বাঁধনের ওপরে। ব্যাপার না। ওরা যত বেশি বিলা হবে বাঁধন ফ্যাসিবাদের বিরোধীদের কাছে তত বেশি আপন হবে। ওরা যা খুশি বলুক। ভয় পাইয়ো না, মন খারাপ কইরো না। ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মত আর সৌভাগ্য সবার হয় না।

এদিকে পিনাকীর সেই ফেসবুক পোস্ট নিজের ওয়ালেও শেয়ার করেছেন বাঁধন।

সাখাওয়াত ফারজানা নামে একজন ফেসবুকে লিখেছেন, অসাধারণ ভাবের বহিঃপ্রকাশ। বাঁধনের জন্য রইল অনেক বেশি শুভ কামনা ও দোয়া। আল্লাহ ভরসা।

তাজবিদ আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, বাঁধন অনেক বেশি সাহসী হয়ে ওঠেছিল। সে জেনে বুঝেই তার জীবনের স্বপ্ন মায়া সব ছেড়েই ছাত্রদের জীবন বাঁচাতে রাজপথে নেমে এসেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *