বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি বাড়ার সাথে সাথে গরম কমে আসবে। সোমবার এ তথ্য জানায় আবহাওয়া অফিস।
সোমবার আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সাগরের লঘুচাপের প্রভাবে আজ থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। ধীরে ধীরে বৃষ্টির পরিধি বাড়তে পারে। তবে আগামী বুধবার থেকে দেশজুড়ে বৃষ্টি হতে পারে ।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।