মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ রুপগঞ্জবাসী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়,সারা রুপগঞ্জ ঘুরে এমনই পরিস্থিতি লক্ষ্য করা গেছে,ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রতিনিধি সাধারন মানুষের সাথে কথা বলে,তারা বলেন যে দিপু ভুইয়া আওয়ামী লীগের ব্যাপক নির্যাতনের পরও রুপগঞ্জের সাধারন মানুষের পাশে আছে,আওয়ামী শাসন আমলে সাধারণ মানুষের উপড় যে নির্মম নির্যাতন করা হয়েছে,সে সব মানুষের সার্বিক খোঁজ খবর রেখেছে দিপু ভুইয়া,যখন যা দরকার হয়েছে তা দিয়েছে,মুড়াপাড়া ইউনিয়নের ৭০ বছরের বৃদ্ধ মোবারক চাচার সাথে কথা হলে ওনি বলেন,আগের এমপি আছিল গাজি সাব,ওনারে ছোট থেকে বয়স্ক সবাই ডাকতো গাজী সাব,আর ওনার সাথে কোন কাজে দেখা করতে গেলে ওনি চেয়ার বইয়া হগলতেরে মাটিতে বসাইতো রাজা আর গোলামের মতো,আমরা আর কোন সাব চাই না আমাগো মাটির পোলা দিপুরে আমরা এমপি চাই,হেরে আমরা সুখে দুখে কাছে পাই,
বাকি ইউনিয়ন গুলোতে ঘুরে একটা অবস্থা লক্ষ্য করে গেছে,রুপগঞ্জে দিপু ভুইয়ান পক্ষে এক গনজোয়ার সৃষ্টি হয়েছে।