মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
শনিবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যারা নিম্ন আদালতের বিচারক আছেন, আপনারা আমার চেয়ে আইন বেশি ভালো জানেন। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন।’
ড. আসিফ নজরুল আরও বলেন, ‘আপনারা যখন পুলিশের কাছে নির্দেশ দেন, আমি শুনেছি একটা ছিল তদন্তপূর্বক এফআইআর। তদন্তপূর্ব এফআইআর-এর পদক্ষেপ নিয়ে হাইকোর্টের রায়ে নাকি বলা হয়েছে-আদালত থেকে পুলিশের কাছে যেটাই পাঠাবে সেটাকে অটোমেটিক্যালি এফআইআর হিসেবে নেয়া। এইরকম যদি রায় থাকে তাহলে নিশ্চয়ই অ্যাটর্নি জেনারেল অফিস থেকে চ্যালেঞ্জ করার চেষ্টা করা হবে।’
তিনি বলেন, ‘এত রক্তের বিনিমেয়ে এই উপমহাদেশে কোনোকালে কোনো ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে হয়নি। আপনাদের একটু পার্সপেক্টিভটি মনে রাখা দরকার। শ্রীলঙ্কাতে রাজাপাকসে অত্যাচারী শাসক ছিলেন। ৯ জন লোক মরেছিল, ক্ষমতা ছেড়ে চলে গেছে। আমাদের দেশে কথায় কথায় আমরা হুসেইন মোহাম্মদ এরশাদের কথা বলি-নয় বছরে ২৬ জন মারা গিয়েছিলেন। আরেকটু বেশি কম হতে পারে, বাট ক্যান নট মোর দ্যান ফোরটি। ক্ষমতা ছেড়ে চলে গেছে। আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার দুই সপ্তাহে এক হাজার লোক হত্যা করেছে। বহু মানুষ বহু পরিবার হাসপাতালে গিয়েছে কারা মারা গিয়েছেন নাম বলেননি, কারণ পরে হয়রানি হবে। আপনারা সবাই জানেন, এই বাংলাদেশে বাস করেন, এই দেশে কী ঘটেছে।’